আগৈলঝাড়ায় মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় মামা বাড়িতে মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের মামা ইসাহাক খানের বাড়িতে থেকে আমবৌলা মাদ্রাসায় অষ্টম শ্রেনীতে পড়াশুনা করত সুমাইয়া আক্তার (১৪)। লেখা পড়ার জন্য সুরাইয়া তার মামা বাড়ি থাকত। লেখাপড়ার জন্য বৃহস্পতিবার বিকেলে সুমাইয়াকে গালমন্দ করে তার নানী। এতে সুমাইয়া অভিমান করে বিষ পান করলে গুরুতর অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। শেবাচিম হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই সুমাইয়ার মৃত্যু হয়। খবর পেয়ে আগৈলঝাড়া থানার এসআই ওবায়দুল হক গিয়ে সুমাইয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আগৈলঝাড়া থানায় এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ বরিশাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।