আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ তিন জন চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চিহ্নিত মাদক স্পট পয়সারহাট-গোপালসেন সরকারী আশ্রয়ন প্রকল্প এলাকায় পাইকারী মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান এর ইন্সপেক্টর শফিকুল ইসলামের নেতৃত্বে বরিশাল এপিবিএন সদস্যরা ছদ্মাবেশে ক্রেতা সেজে মাদক কেনার আগ্রহ প্রকাশ করেন। রোববার বিকেল ৪টায় ছদ্মাবেশী এপিবিএন পুলিশ সদস্যরা স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামী পূর্ব পয়সারহাট গ্রামের আল আমিন চৌকিদার (২৬), অহিদুল খন্দকার (২৫) ও আমবৌলা গ্রামের সোহেল ফরাজী (২৪)কে ১৯১পিচ ইয়াবা ও তিন পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রোববার বিকেলেই আগৈলঝাড়া থানায় সোপর্দ করা হয়েছে। এপিবিএন এসআই মুজিবুর রহমান বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন দমন আইনে গ্রেফতারকৃত তিনজন সহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে,যার নং-২ (৮.১.১৭)।