আগৈলঝাড়ায় বিনামূল্যে তিন শতাধিক রোগীর চিকিৎসা

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে তিন শতাধিক রোগীর বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দত্তের তত্ববধানে সোমবার উপজেলার রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে দিন ব্যাপি চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। কাউখালী কেন্দ্রীয় শ্রী গুরু সংঘের উদ্যোগে বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনিষ্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞ ডা রাজু বিশ্বাস রোগীদের সেবা প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনিষ্টিটিউট ও হাসপাতালের ক্যাম্প ব্যবস্থাপক মিজানুর রহমান। ক্যাম্পে তিন শতাধিক রোগীর মধ্যে ৩৫জন ছানি পড়া রোগী সনাক্ত করে স্বল্প মূল্যে তাদের অপারেশনের ব্যবস্থা করা হয়।