আগৈলঝাড়ায় বিজয় দিবস পালিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে জঙ্গি মুক্ত অ-সাম্প্রদায়িক দেশ গড়ার সংকল্প নিয়ে দেশ ও জাতির অগ্রগতি কামনার মধ্য দিয়ে র‌্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করেছে।

রোববার সকালে সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠের স্বাধীনতা বিজয় মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের

সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,

উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু

তাহের মিয়া, জেলা পরিষদ সদস্য এ্যাড. রনজিত সমদ্দার, পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ প্রমুখ।