আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের উদ্যেগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্তরে ভাইস চেয়ারম্যান জসীম সরদারের সভাপতিত্বে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা আ.মজিদ মিয়া, উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল হক তালুকদার, একাডেমী সুপার ভাইজার প্রাণ কুমার ঘটক, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল ও কাজল দাস গুপ্ত প্রমুখ। পরে অতিথিরা উপজেলা চত্তর পরিস্কার পরিছন্নতা করে এ অভিযানের উদ্বোধন করেন।