আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সেই সভা রূপ নিয়েছে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মহিদুল ইসলামের নির্বাচনী সভায়। ওই সভায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতবৃন্দসহ দেড় সহস্রাধিক নেতা কর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সোমবার দুপুরে উপজেলার সেরাল গ্রামে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রম মাঠে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি। সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বরিশাল -২ আসনের এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল সদর-৫ আসনের এমপি জেবুন্নেসা আফরোজ, বরিশাল জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ উপদেষ্টা শাহান আরা বেগম, বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.মইদুল ইসলাম, তার নির্বাচনী প্রধান সমন্বয়ক ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, বরিশাল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বাকেরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আলম চুন্নু, উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ইকবাল, গৌরনদী উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুন নাহার মেরী, বানারীপাড়া পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, আগৈলঝাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, গৌরনদী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান নুরুল আলম সেরনিয়াবাত, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি, গৌরনদী পৌরসভার প্যানেল মেয়র মো. বখতিয়ার হাওলাদার, রাজিহার ইউপি সদস্য রিপন হাওলাদার, বাটাজোর ইউপি সদস্য আ. মন্নান হাওলাদার, চাঁদশী ইউপি সদস্য জাফর সরদার, বাকাল উইপি সদস্য শীলা রানী সিকদার, গৈলা ইউপি সদস্য সুধীন অধিকারী। সভায় বরিশাল জেলার ১০টি উপজেলা, ৬টি পৌরসভার মেয়র ও কাউন্সিলরসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যগন উপস্থিত ছিলেন। এসময় জেলা পরিষদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, রাজু আহম্মেদ হারুন, জামাল হোসেন, পেয়ারা ফারুক বক্তিয়ার ও উর্মিলা বাড়ৈকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। সভায় বক্তারা ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মইদুল ইসলামকে আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।