আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জানা গেছে, সোমবার সকালে উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বরিশাল-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের রথখোলা বাসস্ট্যান্ড সংলগ্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিগন মানববন্ধনে অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, শিক্ষক নির্মল ভদ্র, জামাল মুন্সি, সালাম হোসেন, মাহমুদ আলম মিঠু, আলামিন হোসেন, শিক্ষিকা শাহানাজ পারভীন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ছরোয়ার দাড়িয়া প্রমুখ। এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, ফিটনেস বিহীন গাড়ি না চালানো, লাইসেন্স বিহীন ড্রাইভার নিয়োগ বন্ধ ও নিয়ম মেনে পথ চলা, দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে বিভিন্ন প্লেকার্ড নিয়ে শ্লোগান দেয়।
অন্যদিকে এ উপলক্ষে সোমবার সকালে আগৈলঝাড়া উপজেলা স্কাউটের উদ্যোগে উপজেলা সদরে সড়ক সচেতনতা মুলক র্যালীতে অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, সহকারী শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন গাজী, স্কাউট সম্পাদক ও ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, স্কাউট সহকারী কমিশনার তপন সমদ্দার, আভা রানী মূখার্জী প্রমুখ।