আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার উপর হামলা চালিয়ে আহত করেছে এক মটরসাইকেল চালক। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে আহত ছাত্রলীগ নেতা। আহত সূত্রে জানা গেছে, উপজেলা রত্নপুর ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সঞ্জয় বিশ্বাসকে সোমবার সন্ধ্যায় মটরসাইকেল চালক জাফর শাহ করিম বাজারের রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার অসবেন বলে জানান। এ সময় ছাত্রলীগ নেতা সঞ্জয় বিশ্বাস জাফরকে বলেন চেয়ারম্যান আসলে আমাকে ফোন দিবেন। এ নিয়ে উভয়ের মধ্যে উতপ্ত বাকবিতন্ডার এক পর্যায় জাফর শাহ ছাত্রলীগ নেতা সঞ্জয়ের উপর হামলা চালিয়ে আহত করে। আহত অবস্থায় সঞ্জয় বিশ্বাসকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে আহত ছাত্রলীগ নেতা সাংবাদিকদের জানান।