আগৈলঝাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আগৈলঝাড়ায় প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ ছাত্রললীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য আনন্দ র‌্যালী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আনন্দ র‌্যালী শেষে শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ নিবার্হী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, সাবেক ছাত্রলীগ নেতা সোয়েব ইমতিয়াজ লিমন, আবু সালেহ লিটন সেরনিয়াবাত, সবুজ আকন, আব্দুল্লাহ লিটন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি উজ্জল হোসেন খলিফা, সাধারন সম্পাদক জাকির পাইক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক নান্না, ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত, শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভিপি রাজীব ঘটক অর্ক, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জগদীশ ভক্ত ও সমীর মুখার্জী প্রমুখ। আলোচনা সভা শেষে নেতা কর্মীদের নিয়ে জন্ম দিনের কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়। বিকেলে কলেজ মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।