আগৈলঝাড়ায় এনআরবিসি ব্যাংকের ৬৪তম শাখার উদ্ধোধন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় এনআরবিসি ব্যাংকের ৬৪তম শাখার উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা সদরের প্রধান সড়কে ব্যাংক কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন

বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ প্রফেসর (অবঃ) সৈয়দ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক ও বেসরকারি সংস্থা ভোসড’র চেয়ারম্যান একেএম মুস্তাফিজুর রহমান, পরিচালক ড. নুরুন নবী, পরিচালক আবু মো. সাইদুর রহমান, শেয়ার হোল্ডার আবু মোহাম্মদ

সাইদুর রহমান, জান্নাত এফ নবী, সাপোর্ট সার্ভিসেস ব্রাঞ্চেস ডিভিশন মেজর (অবঃ) মো. পারভেজ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। স্বাগত বক্তব্য রাখেন ৬৪ তম

আগৈলঝাড়া শাখা ব্যবস্থাপক আল মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া। পরে অতিথিরা ফিতা কেটে ৬৪তম শাখার উদ্ধোধন করেন। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।