আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ ইউপি চেয়ারম্যান এলাকায় না থাকায় বরিশালের আগৈলঝাড়ায় ১০টাকার চাল এখনও পায়নি ৭শ ৭৮জন দুস্থরা। এনিয়ে দুস্থদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে উপজেলার বাগধা ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য ৭শ ৭৮জন দুস্থকে বাছাই করে ইউনিয়ন পরিষদ। ওই ইউনিয়নে নাঘিরপাড় বাজারে বেলায়েত সরদার ৩শ ৮৩জনকে ও পশ্চিম বাগধা বাজারে রবীন্দ্রনাথ সমদ্দারকে ৩শ ৯৫জন দুস্থদের চাল বিক্রির জন্য ডিলার নিয়োগ করা হয়। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এবিএম শফিকুল ইসলাম জানান, ওই ইউনিয়নের সেপ্টেম্বর মাসের বরাদ্দকৃত চাল ডিলাররা গোডাউন থেকে উত্তোলন করেছেন। কিন্তু কি কারনে তা দুস্থদের কাছে বিক্রি করছেন না, তা তার জানা নেই। ওই ইউনিয়নের চাল বিক্রির তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, চেয়ারম্যান এলাকায় না থাকায় চাল বিক্রি করতে দেরী হচ্ছে। এ ঘটনায় বাগধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রির ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
আগৈলঝাড়ায় এখনও ১০টাকার চাল পায়নি দুস্থরা
October 5, 2016