বরিশাল প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা ও ত্যাগের মহিমায় মাহিমান্তিত দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আগৈলঝাড়া এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সভাপতি জয়নাল অবেদীন, গৌরনদী পৌর মেয়র হারিচুর রহমান হারিচ, মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান সেরনিয়াবাত, আবু সালেহ লিটন সেরনিয়াবাত, গিয়াস খান, আব্দুল সাত্তার মোল্লা, গিয়াস উদ্দিন মোল্লা, মো.ইউনুস আলী মিয়া, ভাইস চেয়াম্যান মো. জসিম উদ্দিন সরদার, চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভা্িট্ট, চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, চেয়ারম্যান বিপুল দাস, চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম, ওসি তদন্ত আব্দুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক নেতৃবৃন্দসহ সুধী সজ্জন উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির অগ্রগতি এবং কল্যান কামনায় আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ফজলুল হক দোয়া ও মিলাদ পরিচালনা করেন।