আগৈলঝাড়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্রের খোঁজ মিলল রাজধানীতে

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের আগৈলঝাড়া থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের (১৬) খোঁজ পাওয়া গেছে।
শুক্রবার ভোরে রাজধানীর গেন্ডারিয়ায় তার খোঁজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
গেন্ডারিয়া থানা পুলিশ জানায়, গেন্ডারিয়ার কদমরসুল মোড় সংলগ্ন মোখলেসের হোটেল থেকে তাকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে আসে।
তার দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বাবার ওপর রাগ করে সে ঢাকায় চলে আসে। সে যে মাদ্রাসায় পড়ছে, বাবা সে মাদ্রাসার মসিক বেতন ঠিকমতো দিচ্ছিলেন না। তার হাতখরচও দেননি।
পুলিশের ভাষ্য, গেন্ডারিয়া থানা থেকে আগৈলঝাড়ার থানায় যোগাযোগ করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরকে তাদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, বরিশালের আগৈলঝাড়ার জামিয়াতুল নাফিজিয়া মাদ্রাসার ১৬ বছর বয়সী এক ছাত্র ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে বলে গত রোববার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মাদ্রাসার হেফজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সে। ওই কিশোর নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তার মায়ের ফোনে ক্ষমা চেয়ে তার নামে একটি খুদে বার্তা আসে। এতে লেখা ছিল, ‘মা, আমাকে ক্ষমা করো। আমি যেথায় থাকি না কেন চিন্তা করবে না।’