ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অন্তত তিনজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল উপজেলার ভাটামাথা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
এ ঘটনায় দুলাল মিয়া, আবুল কালাম ও রিপন মিয়া নামে আরও তিন অটোরিকশা যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুলাল মিয়া নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিজয়নগর উপজেলার চান্দুরা অভিমুখী ব্যাটরিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।