অনলাইন ডেস্ক : তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারার এক মামলায় কুষ্টিয়ায় দুই সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিচারক এফএম মেজবাউল হক এ আদেশ দেন।
কারাগারে পাঠানো দুই সাংবাদিক হলেন বাংলাভিশন, বিডি নিউজ ২৪ ও বণিক বার্তার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাসান আলী ও কুষ্টিয়া থেকে প্রকাশিত কুষ্টিয়া দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার আসলাম আলী।
বেসরকারি টেলিভিশন স্টেশন এশিয়ান টিভির কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজু গত ৩০ মার্চ তিনজনকে আসামি করে এ মামলা করেন।
মামলার আরেক আসামি জেলা শহরের থানা মোড়ের চা দোকানি মিরাজুল আলী বর্তমানে কারাগারে রয়েছেন।
কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মজিবুল শেখ জানান, এ মামলায় গত ১১ এপ্রিল হাই কোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন নিয়েছিলেন হাসান আলী ও আসলাম আলী।
“জামিনের মেয়াদ শেষ হলে আজ (মঙ্গলবার) দুপুরে বিচারিক আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তা না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
মামলার অভিযোগ, গত ২৯ মার্চ সুলতান ইসলাম নামের একটি ফেইসবুক আইডি থেকে হাসিবুর রহমান রিজুর বিরুদ্ধে মানহানি ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। পরে ৩০ মার্চ দুপুরে মিরাজ তার আইডি থেকে রিজুকে ট্যাগ করে লেখাটি শেয়ার করে। ওইদিন দুপুরেই মিরাজকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সাংবাদিক হাসান আলী ও আসলাম তার কাছ থেকে মোবাইল নিয়ে ব্যবহৃত ফেইক আইডি সুলতান ইসলামের পোস্ট করা আপত্তিকর লেখাটি শেয়ার দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া সদর থানার এসআই আব্দুল আজিজ জানান, বাদীর অভিযোগ আসামি এক চা বিক্রেতার মোবাইল ফোন ও ফেইসবুক আইডি ব্যবহার করে বাদীর মানহানি ও চারিত্রিক অপবাদ হয় এমন পোস্ট দিয়েছেন।
“যার ফেইসবুক আইডি থেকে এই কাজ করা হয়েছে সেই চা বিক্রেতা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক সাক্ষ্যে জানিয়েছেন তার মোবাইল ফোন ব্যবহার করে এই কাজ করা হয়েছে।