অ্যাপল-কে বয়কটের ডাক দিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার বন্দুকবাজের আইফোন আনলক করতে না দেওয়ায় অ্যাপলের বিরুদ্ধে এই বয়কটের ডাক ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির টিকিট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দাবি, নিজেদের ব্যবসা বাড়ানোর স্বার্থে জাতীয় নিরাপত্তার মতো বিষয়কে বলি দিতে চাইছে অ্যাপল।
২০১৫-র ২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোয় বন্দুকবাজরা হামলা চালায়। রিজওয়ান ফারুক নামে এক যুবক এবং তার স্ত্রী তশফিনের চালানো সেই হামলায় ১৪ জনের মৃত্যু হয়। জখম হন ২২ জন। রিজওয়ান যে আইফোন ব্যবহার করত, তার থেকে বিভিন্ন তথ্য উদ্ধার করতে চাইছেন মার্কিন গোয়েন্দারা। আমেরিকার সরকার তার জন্য অ্যাপল-এর সহযোগিতা চেয়েছে। আইএস-এর সঙ্গে রিজওয়ান ও তশফিনের যোগ ছিল বলে মার্কিন গোয়েন্দারা মনে করছেন। আইফোন আনলক করে বিভিন্ন তথ্য উদ্ধার করাল গেলে, রিজওয়ানদের সঙ্গে আইএস-এর যোগসূত্র প্রমাণ করতে সুবিধা হবে। কিন্তু অ্যাপল জানিয়েছে, ক্রেতার ব্যক্তিগত রেকর্ড অন্যের কাছে প্রকাশ করা সংস্থার নীতিবিরুদ্ধ। তাই রিজওয়ানের আইফোন মার্কিন গোয়েন্দাদের কাছে কিছুতেই আনলক করা হবে না। আমেরিকার সরকার এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। আইফোন আনলক করার জন্য অ্যাপলকে যাতে নির্দেশ দেওয়া হয়, আদালতে আমেরিকার সরকার সেই আবেদন জানিয়েছে।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্প অবশ্য এত আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পক্ষপাতী নন। তার বক্তব্য, যত দিন না ‘জঙ্গি’ রিজওয়ানের ফোন অ্যাপল আনলক করতে দেবে, তত দিন পর্যন্ত অ্যাপলকে বয়কট করা হোক। অ্যাপলের তৈরি গ্যাজেটস কেনা বন্ধ করে দিক আমেরিকাবাসী। চাপ দিয়ে তাদের বাধ্য করা হোক, রিজওয়ানের ফোন আনলক করতে। ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য বা আহ্বান অবশ্য এই প্রথম নয়। তিনি কখনও বলেছেন মুসলিমদের আর জায়গা দেওয়া হবে না আমেরিকায়। কখনও মুখ খুলেছেন পোপের বিরুদ্ধে। এই সব বিস্ফোরক মন্তব্যের জেরে বার বার শিরোনামেও এসেছেন ট্রাম্প। বিতর্ক তৈরির সেই ধারা অব্যাহত রেখে ট্রাম্প এ বার বললেন, অ্যাপলকে বয়কট করা হোক।-সংবাদমাধ্যম