নিজস্ব প্রতিবেদক:
সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টি নেতা কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানের বাড়ির পুকুরে অভিযানে নেমেছে পুলিশ ও দমকল বাহিনী।
এ হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে কাদের খানের সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (খাঁনপাড়া) গ্রামের বাড়ির পুকুরে অভিযান শুরু হয়।
সুন্দরগঞ্জ থানার এসআই ইজার আলী জানান, রংপুর ও গাইবান্ধার সাতজন ডুবুরি পুকুরে নেমে তল্লাশি করেছেন। এখন সেখানে পানি সেচের ব্যবস্থা করা হচ্ছে।
এসআই জানান, ওই পুকুরে লিটন হত্যায় ব্যবহার হওয়া অস্ত্র ছাড়াও আরও অস্ত্র আছে বলে তাদের কাছে তথ্য আছে।
এর আগে লিটন হত্যা মামলায় কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, দুই গৃহকর্মী শাহিন মিয়া ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেই সাবেক এমপি কাদের খানকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।