একাত্তরলাইভ ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধে সবাই ঘরে অবস্থান করার কারণে শ্রমজীবী মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে সহস্রাধিক নিম্নআয়ের শ্রমজীবী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নারায়গঞ্জ শহরের বৃহত্তর আমলাপাড়াবাসী । বুধবার ১ এপ্রিল ২০২০,সহস্রাধিক পরিবারের মধ্যে
বৃহত্তর আমলাপাড়া এলাকাবাসীর উদ্যোগে হাজীএমরান হোসেন বিদ্যুৎ এর ব্যাবস্থাপনায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয় ।
হাজীএমরান হোসেন বিদ্যুৎ ত্রাণসামগ্রী বিতরণ তদারকি করেন । ভ্যানগাড়িতে করে এলাকার নিম্নআয় শ্রমজীবী মানুষের ঘরে ঘরে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। নিম্নআয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, আলু, লবণ, তেল ও পিয়াজ সহ নিত্যপণ্য।
হাজীএমরান হোসেন বিদ্যুৎ বলেন, দেশের এ দূর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমলাপাড়াবাসী মানবতার পরিচয় দিয়েছেন। করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে দরিদ্রদের মধ্যে ত্রাণসামগ্রী দেওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।