অবিলম্বে ধর্ষকদের বিচার দাবি গণজাগরণ মঞ্চের

ঢাবি প্রতিনিধি :সাম্প্রতিক সময়ে বনানীতে ধর্ষনের শিকার বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ধর্ষকদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির বিধান নিশ্চিতকরনের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শুক্রবার বিকাল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বনানীতে ধর্ষনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ থেকে তিনি এই দাবি জানান।

ইমরান এইচ সরকার বলেন, “বাংলাদেশ এখন এমন জায়গায়ে এসে দাড়িয়েছে যেখানে সন্তানের ধর্ষনের বিচার না পেয়ে বাবা রেল লাইনে দাঁড়িয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। অভিজাত রেস্টুরেন্টে অস্ত্রের মুখে নারীদের ধর্ষণ করা হচ্ছে। প্রতিদিন কেউ না কেউ ধর্ষিত হচ্ছেই। পাঁচ বছরের শিশু থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কেউই এসব জানোয়ারদের ছোবল থেকে বাঁচতে পারছে না। কিন্তু এর কোনোটিরই বিচার হচ্ছে না। অবস্থা এমন যেন ধর্ষণ একটি স্বাভাবিক ঘটনা। যার টাকা আছে সে চাইলেই খুন ধর্ষণ করতে পারে।

সাফাতের পক্ষের আইনজীবীদের সমালোচনা করে ইমরান বলেন, এই কুলাঙ্গারদের পক্ষে টাকা খেয়ে আইনজীবীরাও দাঁড়িয়েছেন। এ কুলাঙ্গাররা যেন কোনভাবে ছাড়া পেতে না পারে সেজন্য আমরা বিচারের সময় আদালতে সামনে যাবো, পাহারা দেব।

প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে ইমরান বলেন, “তনু হত্যার প্রতিবাদে সারাদেশ একসাথে ফুঁসে উঠেছিল, কিন্তু সরকার অত্যন্ত সুকৌশলে সেটি ধামাচাপা দিয়েছে আজও পর্যন্ত আমরা তনু হত্যার কোন বিচার পাইনি। যদি তনুর ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যেত তাহলে অন্যরা এই অপরাধ করার সাহস পেত না।”

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানবাদিকার কর্মী খুশি কবির, শিক্ষাবীদ এএন রাশেদা, ভাস্কর রাশা প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।