অন্তর্বাসের মডেল হলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : কেন্ডাল জেনার, জি জি হাদিদ, ব্রেহাতি প্রিন্সলো, বারবারা প্যালভিন, অ্যালেসান্দ্রা অ্যাম্বোসিও, লিলি অ্যালড্রিজের মতো সুপারমডেলরা এতদিন ব্র্যান্ডটির প্রতিনিধিত্ব করেছেন। তবে এই ভিক্টোরিয়াস ‘অ্যাঞ্জেলসদের’ বাদ দিয়ে এখন নারীর ক্ষমতায়নের প্রতি জোর দিতে চাইছেন ব্র্যান্ডটির কর্মকর্তারা। সেই ধারাবাহিকতায় বিশ্বের নামি খেলোয়াড়, সমাজকর্মী, উদ্যোক্তাদের সুযোগ দিতে চাইছেন তারা।

সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভিক্টোরিয়াস সিক্রেটের অফিশিয়াল অ্যাকাউন্টে প্রিয়াঙ্কাসহ অন্য মডেলদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা গর্বের সঙ্গে আমাদের নতুন পার্টনারশীপ প্ল্যাটফর্মের বিষয়টি জানাচ্ছি। এর মাধ্যমে ভিক্টোরিয়া সিক্রেট নতুনভাবে পরিচিত হবে। এই অসাধারণ পার্টনাররা তাদের কাজের ক্ষেত্র, ইচ্ছা ও আকাঙ্ক্ষার মাধ্যমে আমাদের নতুন পণ্য তৈরিতে সাহায্য, নতুন কিছু করতে উদ্বুদ্ধ এবং নারীদের জন্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও র‌্যালি করতে সহযোগিতা করবেন।’

এদিকে নিউ ইয়র্ক টাইমসে দেওয়া সাক্ষাৎকারে ব্র্যান্ডটির প্রধান নির্বাহী মার্টিন ওয়াটার্স বলেন, ‘বিশ্ব পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা খুব ধীরে পরিবর্তন হচ্ছি। পুরুষ কী চাচ্ছে সেদিকে নজর না দিয়ে নারীরা কী চাইছেন তাতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।’

তিনি আরো জানান, প্রিয়াঙ্কাসহ অন্য মডেলরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্র্যান্ডটির প্রচার করবেন।

প্রিয়াঙ্কা বলেন, ‘ভিক্টোরিয়া সিক্রেটসের মতো ঐতিহ্যবাহী একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে খুবই উচ্ছ্বসিত। আমরা একসঙ্গে নতুন ও কার্যকরী উপায়ে এগিয়ে যেতে চাই। তবে আমি চাইবো নতুন পোশাকগুলো সব মানুষের পছন্দ অনুযায়ী হবে। এছাড়া নতুন ক্রেতাদের জন্য উচ্ছ্বসিত। আর যারা আগে থেকেই এই ব্র্যান্ডের সঙ্গে আছেন তারা আগের মতোই প্রতিনিধিত্ব করে যাবেন।’