একাত্তরলাইভডেস্ক: তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের বিরুদ্ধে গণভোট দিলে শতকরা ৯৯ ভাগ মানুষই এর বিরুদ্ধেই ভোট দেবে, এর মধ্যে আওয়ামী লীগের কর্মীরাও আছেন। তিনি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ারও দাবি জানিয়েছেন। শুক্রবার দুপুরে ময়মনসিংহ রেল স্টেশনের মালগুদাম সিপিবি কার্যালয়ের সামনে আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সুন্দরবন দেশের মানুষের বেঁচে থাকার উৎস। আর বিদ্যুৎ মানুষের জীবনের সমৃদ্ধি আনার উৎস। উন্নয়নের কথা বলে সেই সুন্দরবনকে বিনাশ করার পাঁয়তারা চলছে। সুন্দরবন থেকে রামপাল ১৪ কিলোমিটার দূরে বলে সরকার যে প্রচার চালাচ্ছে, বাস্তবে তাও সত্য নয়। বিদ্যুৎকেন্দ্র হলে বছরে ৪৭ লাখ টন কয়লা পোড়ানো হবে। এসব কয়লার জাহাজ সুন্দরবনের ভেতর দিয়ে পরিবহন করা হবে। আর কয়লা পরিবহনের কারণে নদী ও পরিবেশের যে দূষণ হয় তা সারা বিশ্বের মানুষ জানে।মোকছেুদুর রহমান জুয়েলের সভাপতিত্বে সভায় বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার তেল-গ্যাস- খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির নেতারাসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা আগামী ২৬ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। এদিকে ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউটে সুন্দরবন রক্ষা ও রামপাল বিদুৎ প্রকল্প-বিষয়ক সভা করতে না দেওয়ার প্রতিবাদে গণসংহতি আন্দোলন ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে। এতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, গণসংহতি আন্দোলনের আবুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ বক্তব্য রাখেন।
৯৯ ভাগ মানুষই রামপালের বিরুদ্ধে : আনু মুহাম্মদ

October 21, 2016