৭ মার্চ থেকে আবার উড়বে ময়ূরপঙ্খী

অনলাইন ডেস্ক : ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে ছিনতাই চেষ্টার শিকার হওয়া বাংলাদেশে বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খীর মেরামত কাজ শেষ হয়েছে। ১১ দিন পর বৃহস্পতিবার থেকে যাত্রী আবার উড়তে যাচ্ছে বিমানটি।

মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছিনতাই চেষ্টার ঘটনার পর এয়ারক্রাফটি কিছু মেরামত কাজের জন্য পাঠানো হয়েছিল। সিভিল এভিয়েশনের অনুমতি নিয়ে ৭ মার্চ থেকে এটি স্বাভাবিক কার্যক্রমে ফিরছে।

তবে এই বোয়িং উড়োজাহাজটি এখন কোন রুটে চলবে সেটা তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি বিমানের এ কর্মকর্তা।

ময়ূরপঙ্খী বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ। ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে ওড়ার পর আকাশে বিমানটি ছিনতাই চেষ্টার শিকার হয়েছিল। পরে পাইলট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করান। এরপর যাত্রী, পাইলট ও কেবিন ক্রুরা নিরাপদে বেরিয়ে আসে।পরে কমান্ডো অভিযানে গুলিবিদ্ধ হয়ে মারা পড়েন ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ আহমেদ নামের এক যুবক।

ওই ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকায় এনে মেরামত কাজের জন্য পাঠানো হয়েছিল ময়ূরপঙ্খী বিমানটি।