৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ চালু

ন্যাশনালডেস্ক:ভারত থেকে আসা মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে খুলনার ট্রেন যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে লাইনচ্যুত ট্রেনের বগিটি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।যশোর রেলওয়ে স্টেশন মাস্টার উৎপল কুমার চক্রবর্তী যোগাযোগ চালুর বিষয়টি নিশ্চিত করে  জানান, সকাল ৯টার দিকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার শুরু করে। ১০টার দিকে বগিটি উদ্ধারের পর পুনরায় খুলনার সঙ্গে রেল যোগাযোগ চালু হয়েছে এবং খুলনা থেকে কপোতাক্ষ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।বুধবার (১৯ অক্টোবর) ভোর ৪টার দিকে যশোরের সিংগা রেলস্টেশনে ভারতীয় বিসিএন নামের ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে ভারত থেকে পাথর বোঝাই বিসিএন নামের মালবাহী ট্রেনটি নওয়াপাড়ার অগ্রণী ট্রেডার্সের পাথর আনলোড করার জন্য এক নম্বর লাইন থেকে চার নম্বর লাইনে যাওয়ার সময় একটি বগি লাইনচ্যুত হয়।সিংগা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল ওয়াহাব বিশ্বাস লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত করেন।