মাহাবুবুর রহমান
কক্সবাজারে ভারী বৃস্টির ফলে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশির ভাগ নি¤œাঞ্চলে বৃস্টি এবং পাহাড়ি ঢলের পানিতে মানুষ আটকা পড়েছে এতে অনেক মানুষের ঘরবাড়িতে পানি ঢকে পড়লে ভুগান্তির শেষ পর্যায়ে পৌছে যায়। এদিকে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল সকাল ৯ টা থেকে আজ সকাল ৯টা পর্যান্ত ১৫০ মিলিমিটার বৃস্টিপাত রের্কড করা হয়েছে। একই সাথে সাগরে ৩ নং নৌ গুশিযারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বুধ বার ভোর রাত থেকে সকাল ১১ টার পরে পর্যন্ত টানা ভারী বৃস্টিতে কক্সবাজারের বিস্তর্ন অঞ্চল পানিতে ঢবে গেছে। কক্সবাজার শহরের পৌর এলাকার টেকপাড়া, পেশকার পাড়া, পিটিআই স্কুল রোড়, সদর উপজেলা গেইট সহ অনেক এলাকায় পানি আটকে পড়েছে সাধারন মানুষ ও বেশির ভাগ যান বাহন। বৃস্টিররর পানিতে শহরের বড় বাজারের তরকারি ও মাছ ভেসে গেছে বলে জানা গেছে। এছাড়া বেশ কয়েক টি চিংড়ী ঘের থেকে মাছ পানি ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে এতে খামারীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ভারী বৃস্টিতে টেকনাফ উপজেলার বেশির ভাগ এলাকার পানি ভাসছে বলে খবর পাওয়া গেছে এসব এলাকায় কয়েক লাখ মানুষ পানি বন্ধি হয়ে আছে বলে নিশ্চিত করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। এছাড়া চকরিয়া পেকুয়া সহ বেশির ভাগ এলাকা পানি বন্ধি হয়ে পড়েছে সাধারন মানুষ। এদিকে কক্সবাজার আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে ২৪ ঘন্টায় ১৫০ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে এতে ৫ ঘন্টার বৃস্টিতেই বেশি পানি জমেছে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া বঙ্গোপাসাগারে ৩ নং সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সব ধরনের মাছ ধরার নৌযান কে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে।এদিকে ভারী বৃস্টিতে পাহাড় ধ্বস বা যে কোন ধরনের প্রকৃতিক দুর্যোগ থেকে জন জীবন বাছাতে প্রশাসনে পক্ষ থেকে মাইকিং সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আবদু রহমান।
৫ ঘন্টার বৃস্টিতে কক্সবাজার পানি বন্ধি: ৩ নং সতর্কতা সংকেত
