৫৮ বন্ধ ওয়েবসাইট খুলে দেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক : দেশে বন্ধ করে দেওয়া ৫৮টি ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে নতুন এক নির্দেশনায় পরিবর্তন, প্রিয়ডটকম, ঢাকাটাইমস, রাইজিংবিডি ও শীর্ষনিউজসহ দেশের ৫৮টি ওয়েবসাইট খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে বিটিআরসি।

আজ সোমবার বিকেল ৫টায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে দেশের ৫৮টি নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নতুন নির্দেশনায় বলা হয়, গতকাল রোববার যেসব ডোমেইন (সাইটের ইউআরএল) ব্লক করার নির্দেশনা দেওয়া হয়েছিল সেসব সাইট খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

এর আগে গতকাল রোববার বিটিআরসির পক্ষ থেকে দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানকে (আইএসপি) চিঠি দিয়ে বন্ধের নির্দেশনা দেয়া হয়।