৩ দিনের সফরে ঢাকায় সৌদি স্পিকার

অনলাইন ডেস্ক: তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন সৌদিআরবের পার্লামেন্টের (মজলিশ আশ শুরা) স্পিকার ডা. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহীম আলী আল শেখ। বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছান তিনি। ১৩ মে পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ডা. আব্দুল্লাহকে জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় চিফ হুইপ সাংবাদিকদের জানান, মজলিশ আশ শুরা ও বাংলাদেশ জাতীয় সংসদের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে। উভয় দেশের সংসদ সদস্যদের সফর বিনিময়ের মাধ্যমে এ কাজের পরিধি আরও বৃদ্ধি করা সম্ভব।

সৌদি স্পিকার বলেন, সৌদিআরব ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ও সিপিএর নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।