একাত্তরলাইভডেস্ক: গাজীপুর, টাঙ্গাইল ও আশুলিয়ায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে নিহতদের মধ্যে তিন জঙ্গির নাম পরিচয় জানতে তাদের ছবি প্রকাশ করেছে র্যাব।মঙ্গলবার রাতে র্যাব তাদের ফেসবুক পেজে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের ছবি প্রকাশ করে সর্বসাধারণের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে।মঙ্গলবার রাতে র্যাবের ফেসবুক পেজে এই তিনজনের ছবি প্রকাশ করাহয়।তবে নিহতদের মধ্যে বাকি দুই জঙ্গির পরিচয় নিশ্চিত হতে পেরেছে র্যাব। তারা হলেন- মো. আহসান হাবিব ও মো. আমিনুল ইসলাম।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘মো. আহসান হাবিবের বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলায়। বাবার নাম আলতাফ হোসেন। অপর জঙ্গির নাম মো. আমিনুল ইসলাম। বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নে। বাবার নাম গাফফার মণ্ডল।’তিনি বলেন, ‘নিহতবাকি তিনজন সম্পর্কে কিছু এখনো জানা যায়নি। চেষ্টা চলছে। দ্রুত তাদের সম্পর্কে তথ্য জানতে আমাদের ফেসবুক পেজে তাদের ছবি দেওয়া হয়েছে। সর্বসাধারণের কাছে তাদের সম্পর্কে তথ্য জানা থাকলে যেন র্যাবকে জানানো হয়। তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।’র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, ওই জঙ্গিদের সম্পর্কে জানতে পারলে যেন অতিসত্ত্বর নিকটস্থ র্যাবক্যাম্প অথবা র্যাব সদর দফতরে যোগাযোগ করা হয়। প্রয়োজনে: +৮৮০১৭৭৭৭২০০৭৫ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
৩ জঙ্গির পরিচয় জানতে চেয়েছে র্যাব

October 12, 2016