নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশা সীমান্তে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা হলেন- নাইমুল হক (৩৮) ও জিয়াউর রহমান (২৫)।
শনিবার ভোরে পোরশার নিতপুর সীমান্ত এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। নাইমুল জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের খোশ মোহাম্মদের ছেলে এবং জিয়াউর ইসলামপুর গ্রামের মৃত মহুবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, গতকাল শুক্রবার রাতে নাইমুল ও জিয়াউরসহ ছয়-সাতজন গরু ব্যবসায়ী গরু আনতে নিতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যান। আজ ভোর চারটার দিকে নিতপুর সীমান্তের ২৩১ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলার সীমান্ত এলাকা দিয়ে তারা গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন। এ সময় দক্ষিণ দিনাজপুর ক্যাদারীপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা নাইমুল ও জিয়াউরকে ধরে নিয়ে যায়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আলী রেজা বলেন, বিএসএফের হাতে আটক ওই দুই ব্যক্তি অবৈধভাবে ভারতের অভ্যন্তরে ঢুকেছিলেন। আটক ব্যক্তিদের ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু এখনো বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
বিএসএফ আটক ওই দুই ব্যক্তিকে ভারতের দক্ষিণ দিনাজপুর দাল্লা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান তিনি।