২ জেলেকে ধরে নিয়ে ‘মুক্তিপণ দাবি’ বিজিপির

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
এবার নাফ নদ থেকে বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) মুক্তিপণ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাতে কক্সবাজারের টেকনাফ পৌরসভার হেচ্ছারখালের বিপরীতে নাফ নদ থেকে দুজনকে ধরে নিয়ে যাওয়ার পর বিজিপি মুক্তিপণ দাবি করছে বলে অভিযোগ করেছেন জেলেদের স্বজনরা।

অপহৃত জেলেরা হলেন—টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মোহাম্মদ লালুর ছেলে মোহাম্মদ আনোয়ার (২৮) ও মোহাম্মদ শফির ছেলে আক্তার হোসেন (২৯)।

জেলেদের পরিবার ও এলাকাবাসীরা জানায়, শনিবার নাফ নদের হেচ্ছারখালের বিপরীতে চৌধুরীপাড়ার বাসিন্দা হাসান আলীর মালিকাধীন একটি নৌকা নিয়ে তিন জেলে মাছ শিকারে যায়। এসময় মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি সদস্যরা নৌকাটিকে ধাওয়া করলে মোহাম্মদ উল্লাহ (নৌকার মালিক হাসান আলীর শ্যালক) নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে আসে। এরপর নৌকায় থাকা দুই জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় বিজিপি। এরপর থেকে তাদের ছেড়ে দেওয়ার জন্য এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হচ্ছে।

তবে নৌকাটি নাফ নদে বাংলাদেশের জলসীমানা অতিক্রম করে মাছ শিকার করছিল বলে জানায় তারা।ৱ

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ সমকালকে বলেন, ‘রোববার নৌকার মালিক আমাকে বিষয়টি মোবাইল ফোনে জানিয়েছেন। বিষয়টি লিখিতভাবে জানাতে বললেও এখন পর্যন্ত অভিযোগ দেননি।’

নিষেধাজ্ঞা অম্যান করে জলসীমা অতিক্রম করে মাছ শিকারে যাওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত বছর আরও ১৭ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায়  বিজিপি। তাদের এখনও কোন খোঁজ পাওয়া যায়নি।