২৩ ম্যাচ পর ম্যাচসেরা মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর ম্যাচসেরার পুরস্কার নিয়ে সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে বলেছিলেন,‘মুস্তাফিজ আছে তো তাই ম্যাচসেরার পুরস্কার পাওয়া হয় না।’ নিতান্তই মজা করতে সে কথা বলেছিলেন সাকিব!বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাকিব। সংখ্যাটি ২২। শনিবার মাশরাফি ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়কের পুরস্কার জিতে তামিমকে ছাড়িয়ে গিয়েছেন। ১৪তম বারের মত ম্যাচসেরার পুরস্কার জিতলেন টাইগার অধিনায়ক। তামিম জিতেছেন ১৩টি ম্যাচসেরার পুরস্কার।সাকিব আফগানিস্তানের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার জিততে ২০ ম্যাচ অপেক্ষা করেন। সেখানে মাশরাফিকে অপেক্ষা করতে হল ২৩ ম্যাচ। সর্বশেষ ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন ২০১৪ সালের ২৩ নভেম্বর, জিম্বাবুয়ের বিপক্ষে। ম্যাচে ৬ রান এবং ৩৪ রানে ৩ উইকেট পেয়েছিলেন টাইগার অধিনায়ক।এবার ব্যাট হাতে ৪৪ ও বল হাতে ২৯ রানে ৪ উইকেট নিয়ে মাশরাফি ম্যাচের রাজা।