২১ লাখ পেরিয়ে শাকিব-শুভশ্রীর ‘ষোল আনা’

বিনোদন ডেস্ক :শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলির ড্যান্স নাম্বার পছন্দ করেছেন দর্শক। তার প্রমাণ মিলল ইউটিউবে। গানটি বৃহস্পতিবার সকালে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর ২দিনে দুটি চ্যানেলে দেখা হয়েছে ২১ লাখের বেশিবার। গানটি জাজের চ্যানেলে হয়েছে সাড়ে প্রায় ১০ লাখ ৬৬হাজার বার, অন্যদিকে এসকে’র চ্যানেলে দেখা হয়েছে সাড়ে ১০ লাখ ৬৭হাজার বার। যা বলে দিচ্ছে ঢাকা-কলকাতার দর্শকরা একযোগে পছন্দ করেছেন গানটি।
স্যাভির সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাদাব হাশমি ও আকৃতি কক্কর। লিখেছেন গৌতম সুস্মিত। চিত্রগ্রহণে ছিলেন টুবিন, কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। দৃশ্যায়ন হয়েছে কলকাতায়।
গানটিতে টি শার্ট, লেদার জ্যাকেট ও জিন্স আউটফিটে দেখা গেল শাকিবকে। বাহারি গোঁফ, দাড়ি, সানগ্লাস ও লকেট মিলিয়ে একদম নতুন সাজে সেজেছেন নায়ক। অন্যদিকে লাল গ্ল্যামারাস পোশাকে তার সঙ্গে দারুণ মিলেছেন শুভশ্রী।
ঈদুল ফিতরে ‘নবাব’ বাংলাদেশে মুক্তি পাবে। ভারতে মুক্তি পাবে জুলাইয়ে। এতে আরো অভিনয় করেছেন অমিত হাসান, মেঘলা, রজতাভ দত্ত, সব্যসাচী, খরাজ মুখার্জি, কমল প্রমুখ। পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী।