একাত্তরলাইভ ডেস্ক: জোটের শরিক দলগুলোর জন্য ৯৪টি আসন রেখে ২০৬ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
প্রার্থীতা তালিকা ঘোষণার শুরুতে মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসনের মুক্তির আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে অনেক প্রতিকূলতা সত্ত্বেও বিএনপি নির্বাচনে যাচ্ছে।
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন এবং চেয়ারপারসনের মুক্তির দাবির অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে সকল দ্বিধাদ্বন্ধের উর্ধ্বে উঠে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে।
মির্জা ফখরুল আরো বলেন, ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীর তালিকা আগামীকাল শনিবার ঘোষণা করা হবে।
এর আগে ৩০০ আসনের মধ্যে ২০৬টি আসনের চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব।
নিজের আসন ঠাকুরগাওঁ-১ সহ ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ১ ও ২ থেকে, ঢাকা-৩ থেকে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৮ থেকে মির্জা আব্বাসের চূড়ান্ত মনোনয়নের কথা ঘোষণা করেন তিনি।
প্রার্থীদের নামের তালিকা ঘোষণার শেষে চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ তুলে ধরেন তিনি। বলেন- নির্বাচনে সবাইকে একযোগে কাজ করতে হবে।