ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন চুক্তি অনুযায়ী, ২০২১ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে থাকবেন পর্তুগিজ মহাতারকা। সোমবার বার্নাব্যুতে নতুন চুক্তিতে সই করেন ৩১ বছর বয়সি রোনালদো। এদিন তার চুক্তিতে সই করার খবরটি অবশ্য আগের দিনই দিয়েছিল রিয়াল কর্তৃপক্ষ। নতুন চুক্তির পর রোনালদো বলেছেন, রিয়ালে এটিই তার শেষ চুক্তি নয়, ‘ক্লাবের সঙ্গে নতুন চুক্তি, এটা আমার জন্য বিশেষ দিন, এই ক্লাব আমার হৃদয়। পাঁচ বছরের নতুন চুক্তি অবশ্যই বিশেষ কিছু। এবং পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে, এটাই আমার শেষ চুক্তি নয়।’ সিআর-সেভেন রিয়ালেই তার ক্যারিয়ার শেষ করতে চান, ‘আমি ইতিহাস গড়তে চাই। আমি নিশ্চিত বিশ্বের সেরা এই ক্লাবের হয়ে আগামী পাঁচ বছর অনেক গোল করতে পারব এবং ট্রফি জিতব। এই ক্লাবেই আমি ক্যারিয়ার শেষ করতে চাই।’ ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ওই সময়ের ট্রান্সফার ফির রেকর্ড গড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন রোনালদো। স্প্যানিশ ক্লাবটির হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ ও একটি লা লিগাসহ মোট আটটি শিরোপা জিতেছেন তিনবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়।
২০২১ পর্যন্ত রিয়ালে রোনালদো
November 7, 2016