মাহাবুবুর রহমান: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন সংবধিান অনুযায়ী আগামী নির্বাচন হবে। সে অনুযায়ী ২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন হবে না। আগাম নির্বাচনের সম্ভবনা নাকচ করে দিয়ে তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে অন্যরকম মর্যাদায়। তত্তাবধায়ক সরকারের পদ্বতি মৃত হয়ে গেছে সেটা আর জীবিত হওয়ার কোন সম্ভবনা নেই। তাই উন্নত বিশ্বের মত বাংলাদেশেও গনতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হবে। এবং তা শেখ হাসিনার নেতৃত্বেই অনুস্টিত হবে। এ সময তিনি দলীয় নেতা কর্মীদের আগামী নির্বাচনে জন্য এখন থেকে প্রস্তুতি নিতে এবং বিজয় ছিনিয়ে আনতে কাজ করার নিদের্শ দেন। তিনি ৪ নভেম্বর কক্সবাজার জেলা আওয়ামীলীগের উদ্যোগে দেওয়া এক বিশাল গন সংবর্ধনায় সভা ও জন সভায় বক্তব্য কালে এ সব কথা বলেন। সভায় স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন বিএনপি এখন জন বিচ্ছিন্ন একটি রাজনৈতিক দলে পরিনত হয়েছে। সময় থাকতে জালাও পুড়াও বন্ধ করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে তিনি পরামর্শ দেন। একই সাথে গত নির্বাচনে ট্রেন মিস করাটেকে তাদের রাজনৈতিক ভুল বলেও মন্তব্য করেন তিনি। কক্সবাজার পাবলিক লইব্রেরী মাঠে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা। পরে মন্ত্রী সভাপতির আহবানে আগামী ডিসেম্বরেই ৫০০ শয্যা বিশিষ্ট্য কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাানে অর্থ বরাদ্ব দেওয়া ঘোষনা দেন। জন সভায় আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক সাবেক সংসদ মোস্তাক আহাম্মদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. ফরিদুল আলম,এড, আমজাদ হোসেন, রেজাউল করিম, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি, সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহাবুবুল হক মুকুল,এড. রনিজৎ দাশ, সাবেক সাধারন সম্পাদক নজুরল ইসলাম চৌধুরী,আইন বিষয়ক সম্পাদক এড. আব্বাস উদ্দিন চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক এড, আয়াছুর রহমান, ত্রাণ ও সমআজ কল্যান সম্পাদক ইউনুছ বাঙ্গালী, দপ্তর সম্পাদক প্রিয়তোশ শর্মা চন্দন, মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান মুন্নি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন কবির, অর্থ সম্পাদক আবদুল খালেক, সাংস্কৃতিক সম্পাদক এড. তাপস রক্ষিত, সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ মন্জুর, এছাড়া আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক, জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহাম্মদ জয় সাধারন সম্পাদক ইমরুল হাসান রাশেদ প্রমুখ।
২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না : নাসিম
November 4, 2016