একাত্তরলাইভডেস্ক: ‘২০১৭ সাল হবে বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বের বছর’। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমনটাই উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।এর আগে বিকেল ৩টার পর প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গাড়িবহর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে শেখ হাসিনা তাকে স্বাগত জানান। পরে বৈঠকে বসেন দুই নেতা। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ছয়টি প্রকল্প। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ চীনের প্রেসিডেন্টের বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে শি জিনপিংকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
‘২০১৭ সাল হবে বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বের বছর’

October 14, 2016