অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার একটি আসনে নির্বাচন করবেন। গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে তার নির্বাচন করার কথা থাকলেও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জন্য তিনি রংপুরের আসনটি ছেড়ে দেন।
এ বিষয়ে বৃহস্পতিবার রাতে সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার আওয়ামী লীগের তালিকায় দেখা যায়, রংপুরে শেখ হাসিনার বদলে শিরীন শারমিন নির্বাচন করছেন।
এর আগে দুই আসনে নির্বাচন করতে গোপালগঞ্জ-৩, রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দেন শেখ হাসিনা। রংপুর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শিরীন শারমিনও মনোনয়নপত্র জমা দেন।