আন্তর্জাতিক ডেস্ক:
টানা দ্বিতীয়বারের মত ১৫০ বা তারও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি আরব। মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করেছে মানবাধিকার সংগঠন রিপ্রিভ। খবর দ্য গার্ডিয়ানের।
সংস্থাটি জানিয়েছে, মাদক মামলার আসামি, কিশোর ও রাজনৈতিক কারাবন্দিদের গোপন আদালতের মাধ্যমে কারাদণ্ড বা ফাঁসি দিচ্ছে সৌদি। গোপন আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের ঘটনা দেশটিতে বেড়েই চলেছে।
উপসাগরীয় দেশগুলোতে মৃত্যুদণ্ড বেশ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রিপ্রাইভ জানিয়েছে, চলতি বছর সৌদিতে ১৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া ২০১৫ সালে ১৫৮ জনের এবং ২০১৪ সালে ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি।
চলতি বছরের জানুয়ারিতে একদিনেই ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি।
উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দিচ্ছে সৌদি। অপরদিকে বিভিন্ন দেশ যেমন কুয়েতে মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে এমন ক্ষেত্রে বয়স কমিয়ে দেখায়।
গোপন আদালতে বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া ব্যক্তিদের বড় অংশই রাষ্ট্রীয় নিরাপত্তার মামলার আসামি। এদের মধ্যে রাজনৈতিক ভিন্নমতাবলম্বী রয়েছেন। এসব আসামিরা নির্যাতনের শিকার হয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছেন।
মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে অন্য দেশের নাগরিকরাও রয়েছেন। এছাড়া মাদকের সঙ্গে জড়িত থাকার অপরাধে যারা গ্রেফতার হয়েছেন তাদের অনেকেই মানবপাচারকারীদের মাধ্যমে দেশটিতে প্রবেশ করেছেন।