বাগেরহাট প্রতিনিধি: আনুষ্ঠনিক ভাবে আতর্œসর্মপনকারী সুন্দরবনের কুখ্যাত বনদস্যু সাগর বাহিনীর ১৩ সদস্যকে বাগেরহাট কারাগারে প্রেরনে করা হয়েছে। শুক্রবার বিকেলে বাগেরহাট সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক পলি আফরোজ তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয় । বৃহস্পতিবার রাতে বরিশাল র্যাব ৮ এর ডিএডি বিদ্যুত কুমার বাদী হয়ে অস্ত্র আইনে বনদস্যু সাগর বাহিনীর ১৩ সদস্যের বিরুদ্ধে শরনখোলায় থানায় মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে বরগুনা সার্কিট হাউস মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালের কাছে আটটি বিদেশি বন্দুক, তিনটি দেশীয় বন্দুক, একটি বিদেশি দোনালা বন্দুক, দুটি ২২ বোর বিদেশি এয়ার রাইফেল, চারটি এলজি এবং দুটি বিদেশি কাটা রাইফেল ও ৫৯৬ রাইন্ড গুলি জমা দিয়ে সাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করে সুন্দরবনের বনদস্যু সাগর বাহিনীর ১৩ সদস্য।অস্ত্র মামলায় কারাগারে প্রেরন করা আসামীদের মধ্যে রয়েছে সাগর বাহিনীর প্রধান মো. আলমগীর শেখ ওরফে সাগর (৩৫), এই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. কামরুল ফকির (২৭), আবদুল মালেক (৩৮), মো. কাদের শেখ (৩৮), মো. হাফিজুর রহমান শেখ (৪৬), মো. কবীর শেখ (৩৪) মো. দেলোয়ার শেখ (৩৮), মো. হাসান সরদার (২২), মো. নান্না ফকির (২৯), মো. তৌহিদুল ইসলাম (৪৩), মো. রাজু শেখ (২৮), মো. লিটন হাওলাদার (৩৪), মো. তরিকুল গাজী (৩২)। তাদের সবার বাড়ি বাগেরহাট জেলার শরণখোলাসহ বিভিন্ন এলাকায় ।#
১৩ বনদস্যুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন
October 21, 2016