হ্যাকারের কবলে মহেশপুরের ইউএনও’র ফেসবুক আইডি

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারের সরকারি ফেসবুক আইডি (ইউএনও মহেশপুর) এবার হ্যাকারদের কবলে রয়েছে। (২৫শে ডিসেঃ) রবিবার রাতের কোন এক সময় কে বা করা এটি হ্যাক করে ডি-এক্টিভ  রেখেছে। জনপ্রিয় এ আইডিটি হ্যাক করে হ্যাকারা বাজে কিছু পোষ্ট করতে পারে বলে ইউএনও আশাফুর রহমান অভিযোগ করেন।

তিনি বলেন, ইউএনও মহেশপুর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আইডি আছে। যেখানে মহেশপুর উপজেলার সরকারি বিভিন্ন সেবার তথ্য, ছবি নিয়মিত আপলোড করা হয়। এছাড়াও এই আইডির মাধ্যমে বিভিন্ন জনগণ বিভিন্ন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন।

রবিবার রাতের কোন এক সময় হ্যাকারা এটি হ্যাক করে ডি-এক্টিভ করে রেখেছে। যার কারনে আইডিতে প্রবেশ করা যাচ্ছে না। তিনি আরো বলেন, এটি হ্যাক করে হ্যাকারা বাজে কিছু পোষ্ট করতে পারে। আইডির পাস ওয়ার্ড উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে।