হোমনা-তিতাসে ঈদে মিলাদুন্নবী উদযাপন

মো. ইব্রাহিম খলিল, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় শিশুদের ক্বিরাত, হামদ্-নাত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৃথক অনুষ্ঠানে ইফাবার ফিল্ড সুপারভাইজার মাওলানা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হোমনা ইউএনও কাজী শহিদুল ইসলাম এবং তিতাস উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের ডেপুটি কমা-ার মো. আবুল কাশেম প্রধান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রুহুল আমিন, মাওলানা মুফতি মো. সাইদুর রহমান, মাওলানা মো. ইব্রাহিম ও মাওলানার মো. শেখ সাদী প্রমুখ।