মো. ইব্রাহিম খলিল, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় রাস্তায় চলাচলে নিষিদ্ধ ঘোষিত বন্ধু ট্রেডার্সের একটি চলন্ত বালুবাহী ট্রাক্টরচাপায় মো. মহিউদ্দিন (১৩) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্র উপজেলার ইটাভরা গ্রামের আবদুল মতিনের ছেলে। সে জগন্নাথকান্দি মাদরাসায় পড়াশোনা করতো। রোববার সকাল ৭ টার দিকে ইটাভরা বাবরকান্দি শাখা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রক্টরটি আটক করেছে পুলিশ। চালক মোতালেব পলাতক রয়েছে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন বাড়ি থেকে পায়ে হেঁটে বাবারকান্দি বাজারে যাওয়ার পথে বালুবাহী ট্রাক্টরটি তাকে চাপা দেয়। স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। চাপা দেওয়া বন্ধু ট্রেডার্সের ট্রাক্টরটির মালিক ইটাভরা গ্রামের রুবেল মিয়া ও চালক একই গ্রামের মোতালেবের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।