একাত্তরলাইভডেস্ক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হেমায়েত বাহিনী প্রধান হেমায়েত উদ্দিন বীরবিক্রমকে রাষ্ট্রীয় মর্যাদায় গোপালগঞ্জের কোটারীপাড়ার টুপুরিয়া গ্রামে দাফন করা হয়েছে।আজ সোমবার বাদআসর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের ‘হেমায়েত বাহিনীর স্মৃতি যাদুঘর’র পিছনের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার শ্রদ্ধা জানান।এ সময় যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক বাহিনীর একটি চৌকস দলের ক্যাপ্টেন বায়েজিদের নেতৃত্বে ও পুলিশ আলাদাভাবে অনার গার্ড প্রদান করেন। পরে তার নামে প্রতিষ্ঠিত হেমায়েত বাহিনীর স্মৃতি যাদুঘরের সামনে তার মৃতদেহ দাফন করা হয়। এসময় জেলার মুক্তিযোদ্ধারা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।১৯৪১ সালের ৩ ডিসেম্বর তিনি কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় তাকে বীরবিক্রম উপাধিতে ভূষিত করা হয়। একই অবদানের জন্য তাঁর নামে কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামে হেমায়েত বাহিনীর মুক্তিযুদ্ধের স্মৃতি যাদুঘর নির্মাণ করা হয়েছে।২০১৩ সালের ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্মৃতি যাদুঘরটি শুভ উদ্বোধন করেন।প্রসঙ্গত, গত শনিবার সকালে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে এই বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেন।
হেমায়েত উদ্দিন বীরবিক্রমের দাফন সম্পন্ন
October 24, 2016