হেফাজতের মামলায় রাব্বীকে আদালতের সমন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বীর বিরুদ্ধে হেফাজত নেতার মামলায় তদন্তকারী কর্মকর্তাদের উপস্থিতিতে শুনানি সম্পন্ন হয়েছে। শুনানি শেষে আদালত আগামী ২৫ মে রফিউর রাব্বীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

রবিবার (১৪ মে) সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

গত ৫ মে রফিউর রাব্বিকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিন আদালত তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে রবিবার ১৪ মে শুনানির দিন ধার্য্ করা হয়েছিল।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, আদালতে রবিবার দুই পক্ষের উপস্থিতিতে বিচারক তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হাসানের দেওয়া প্রতিবেদন সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে আদালত ২৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করে বিবাদী রফিউর রাব্বীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।’

প্রসঙ্গত, ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে রফিউর রাব্বীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলা আদালত গ্রহণ করে ৭ মের মধ্যে প্রতিবেদন জমা দিতে ডিবিকে নির্দেশ দেন। তবে গত ৫ মে আদালতে যে প্রতিবেদন দাখিল করা হয়। সে প্রতিবেদনে রাব্বীর বক্তব্যের সত্যতা পাওয়া গেছে মর্মে উল্লেখ করা হয় ডিবির পক্ষ থেকে ।

মামলায় অভিযোগ করা হয়েছে, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এক অনুষ্ঠানে রফিউর রাব্বী ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য রেখেছেন। তিনি বলেছিলেন, ‘যদি বাংলার মানুষ জানত সংবিধান বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার দেশ তবে ৩০ লাখের শহীদের মুক্তিযুদ্ধে কেউ অংগ্রহণ করতো না।’

মামলায় বাদীর অভিযোগ, রাব্বীর সেই বক্তব্যে বাদীসহ সারা দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের ওপর ধর্মীয় আঘাত হানার শামিল। তা ছাড়া এটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির শামিল।