গাইবান্ধা কারাগারে বিএনপি নেতার মৃত্যু

একাত্তরলাইভডেস্ক: কারাবন্দি অবস্থায় হৃদরোগে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আজম ডলার (৫০) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে তিনি মারা যান। ডলার গাইবান্ধা পৌর শহরের পশ্চিমপাড়ার বাসিন্দা।গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) শাহীন বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে গাওছুল আজম ডলার মারা গেছেন। গাইবান্ধা জেলা কারাগারের জেলার মাসুদার রহমান বলেন, সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন  ডলার। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাতে জেলার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট এলাকা থেকে মাদক সেবনের অপরাধে গাওছুল আজম ডলারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া তার বিরুদ্ধে গাইবান্ধা থানায় নাশকতার মামলা ছিল।