একাত্তরলাইভডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকিদাতাকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ।শনিবার সন্ধ্যায় রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) কাজী সাহান নেওয়াজ বলেন, ‘ওই ঘটনার পর মোবাইল ফোন অপারেটরের কাছ থেকে তথ্য নিয়েছি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা মোটামুটি একটি সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। আরো নিশ্চিত হওয়ার জন্য অপারেটরের কাছে দ্বিতীয় দফায় তথ্য চাওয়া হয়েছে।’তিনি বলেন, ‘আমরা আশা করছি, শিগগিরই এর রহস্য উদঘাটন করা যাবে।’তবে এই সময়ের মধ্যে অধ্যাপক আনু মুহাম্মদকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।এদিকে আনু মুহাম্মদসহ আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে হুমকিদাতা হিসেবে সিলেটের ‘ফায়যুর রাহমান’ নামের এক ব্যক্তির কথা কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে। যদিও এ বিষয়ে এখনই সরাসরি মন্তব্য করতে রাজি হননি কাজী সাহান নেওয়াজ।প্রসঙ্গত, বুধবার রাত ১টার দিকে অধ্যাপক আনু মুহাম্মদের ব্যক্তিগত মোবাইল ফোনে ‘আনসারুল্লাহ’ নামে একটি সংগঠনের বরাত দিয়ে ক্ষুদে বার্তা পাঠিয়ে মৃত্যুর হুমকি দেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে তিনি স্ট্যাটাস দেন।
হুমকিদাতা শনাক্ত : পুলিশ
October 16, 2016