হিলারি কুৎসিত নারী : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : চূড়ান্ত বিতর্কের মঞ্চে হিলারি ক্লিনটনকে ‘কুৎসিত নারী’ বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বুধবার তৃতীয় ও শেষবারের মতো বিতর্কে মুখোমুখি হন। নির্বাচনের আগে দুই প্রার্থী আর এক মঞ্চে দাঁড়াবেন না। দলীয় প্রার্থীরা নির্বাচনের আগে তিনটি বিতর্কে অংশ নেন। এ বিতর্ক টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। প্রার্থীরা তাদের নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করে পরস্পরের যুক্তি খণ্ডন করে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তিনটি বিতর্কেই হেরে গেলেন ট্রাম্প। তবে তিনি হিলারিকে নানাভাবে আক্রমণ করে প্ল্যাটফর্ম ধরে রাখার চেষ্টা করেন। রাজনীতির সূক্ষ্ম মারপ্যাচের চেয়ে হিলারিকে ব্যক্তিগত ইস্যুতে আক্রমণ করার চেষ্টা ছিল ট্রাম্পের। কিন্তু তা সহজেই মোকাবিলা করেছেন হিলারি এবং ট্রাম্পের পাতা ফাঁদে ট্রাম্পকেই ফাঁসিয়েছেন তিনি। এদিকে, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধনীদের ওপর কীভাবে কর বাড়াবেন- সে বিষয়ে ব্যাখ্যা দিচ্ছিলেন হিলারি। এ কথার সূত্র ধরে ট্রাম্প বলেন, দেখুন, হিলারি কেমন কুৎসিত নারী। ট্রাম্পের এ নোংরা মন্তব্যে কর্ণপাত করেননি হিলারি। তবে বিতর্কের শুরুতে ট্রাম্প দাবি করেন, ‘আমার মতো নারীদের আর কেউ সম্মান দেখায় না।’ট্রাম্প আরো দাবি করেন, তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ তোলার নেপথ্যে রয়েছেন হিলারি।
তথ্যসূত্র : সিএনএন অনলাইন।