হিলারিকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট হলেন ট্রাম্প

অান্তর্জাতিকডেস্ক:অবশেষে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পেরই জয় হয়েছে। তার বিরুদ্ধে হওয়া সবরকমের আগাম পূর্বাভাসকে ভুল প্রমাণিত করে হোয়াইট হাউজের চাবি হাতে নিয়ে নিয়েছেন এই নেতা। সুতরাং তিনিই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।আলজাজিরার খবরে বলা হয়, প্রেসিডেন্ট হতে ইলেক্টোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ‌্যে ২৭০টিতে জয় পেতে হবে প্রার্থীকে। ইলেক্টোরাল ভোটের মধ্যে ৪৯৪টির ফলাফল জানা গেছে। এর মধ্যে হিলারি পেয়েছেন ২১৮টি এবং ট্রাম্প পেয়েছেন ২৭৬টি।দুই প্রার্থীই নিউইয়র্কে থেকে ফলাফল পর্যবেক্ষণ করবেন। দিনভর অনেক সংখ্যক ভোটারের উপস্থিতির খবর পাওয়া গেছে এবার পোলিং বুথ গুলোতে।চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে অ্যারিজোনা, মিনেসোটা, উইসকনসিন এবং মিশিগান রাজ্যের ফলাফলের ওপর।