হাসপাতালে হাজিরা খাতায় স্বাক্ষর আছে ডাক্তার নেই !

ঝিনাইদহপ্রতিনিধিঃ
বেলা তখন সাড়ে ১২ টা। ডাক্তার দেখাতে হাসপাতালে যাচ্ছেন। কিন্তু মাঝ পথেই খবর পেলেন ডাক্তার এখন হাসপাতালে নেই। তাইতো সেখান থেকেই বাড়ী ফিরে আসতে বাধ্য হলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান। তবে সরকারী নিয়মে হাসপাতালে ডাক্তারদের বেলা ২ টা পর্ষন্ত থাকার কথা থাকলেও বেলা সাড়ে ১২ টায় ডাক্তার না থাকায় তিনি উদ্বেগ ও অসন্তোস প্রকাশ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান জানান, শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে তিনি তার দাঁতের চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিলেন।

এ সময় তিনি তার মোবাইল ফোনে হাসপাতালে আসছেন বলে আগেই ডাঃ কাফিকে বিষয়টি জানান। এর কয়েক মিনিট পরহাসপাতালে ডিউটিরত ডাঃ কাফি ইউএনও মহোদয়কে জানান, দাতের ডাঃ তন্দ্রা লতা মজুমদার এখন হাসপাতালে নেই। এ কথা শুনেই ইউএনও মহোদয় হাসপাতালে না গিয়ে মাঝপথ থেকে বাড়ী ফিরে যান। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রফুল্য কুমার জানান, ডাঃ তন্দ্রা মজুমদার সকালে হাসপাতালে এসেছিল এবং হাজিরা খাতায় তার স্বাক্ষর আছে। আর ওই ডাঃ কখন চলে গেছেন, তা তিনি জানেন না। তবে এ হাসপাতালের ডাঃ কাফি অপর দাতের ডাঃ তন্দ্রা মজুমদারকে চেনেন না, তাইতো ইউএনও মহোদয়কে না থাকার ভাল খবর দিয়েছেন।