একাত্তরলাইভডেস্ক: হাসপাতালে ভর্তি করা হয়েছে চলচ্চিত্র অভিনেতা শাহীন আলমকে। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস রোগে ভুগছেন। তাছাড়া কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে। এজন্য গত ৩ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আজ রোববার বিকালে সঙ্গে শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক ওমর সানির আলাপকালে এ তথ্য জানান। এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘শাহীন আমার খুব ভালো বন্ধু। আগে থেকেই ওর ডায়াবেটিসের সমস্যা ছিল। ইদানিং তার কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে। এখন ডাক্তারের পরামর্শে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’ তিনি আরো বলেন, ‘গতকাল আমি তাকে দেখতে গিয়েছিলাম। ওর শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছি। আগের তুলনায় এখন কিছুটা সুস্থ আছে। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে শাহীন দোয়া চেয়েছে। আমিও দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি। ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠেন।’ ১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এর পরে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে চলচ্চিত্র থেকে অনেকটা দূরেই রয়েছেন শাহীন আলম। নিজের ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
হাসপাতালে শাহীন আলম
November 6, 2016