হাইকোর্টের আদেশ হিরো আলমের পক্ষে

অনলাইন ডেস্ক :    হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তিনি।

প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিটের শুনানি শেষে সোমবার এ আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।

হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিল। ১০ জনের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হিরো আলম।